কত দিন খেলা চালিয়ে যাবেন মাশরাফি?

সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এরপরও খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সমান তালেই খেলে যাচ্ছেন তিনি। এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, আর কত দিন খেলা চালিয়ে যাবেন নড়াইল এক্সপ্রেস। তবে মাশরাফির চাওয়া নাকি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করা।
অবশ্য বেশ কিছুদিন আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেছিলেন, ২০১৯ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তবে নিশ্চিত করে কখনোই কিছু বলেননি তিনি।
গতকাল বুধবার বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে যায় মাশরাফির দল রংপুর রাইডার্স। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাব কি না, তা জানি না। তবে আমার স্বপ্ন আছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করা।’
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঢাকা লিগ ও বিপিএলের মতো ঘরোয়া প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলেন মাশরাফি।
ডানহাতি এ পেসার ২০০১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। তখন থেকেই তিনি সব ফরম্যাটে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। ক্যারিয়ারে অনেকবার ইনজুরিতে আক্রান্ত হয়ে তাকে বেশ কয়েকবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাশরাফি সর্বোচ্চ ২০২টি ওয়ানডে ম্যাচ খেলার পাশাপাশি ৩৬টি টেস্ট ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন।