ইরাককে হারিয়ে তৃতীয় আমিরাত
ইরাককে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান কাপ ফুটবলে তৃতীয় হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুই গোল করে আমিরাতের জয়ের নায়ক ফরোয়ার্ড আহমেদ খলিল।
শুক্রবার অস্ট্রেলিয়ার নিউক্যাসল স্টেডিয়ামে ১৬ মিনিটে খলিলই এগিয়ে দেন দলকে। ২৮ মিনিটে ডিফেন্ডার ওয়ালিদ সালিমের গোল সমতা আনার পর বিরতির মিনিট তিনেক আগে ইরাক এগিয়ে যায় ফরোয়ার্ড আমজাদ খালাফের গোলে।
কিন্তু বিরতির পর উজ্জীবিত আমিরাতের সঙ্গে পেরে ওঠেনি ২০০৭ সালের চ্যাম্পিয়নরা। ৫১ মিনিটে খলিলের দ্বিতীয় গোল সমতা নিয়ে আসে ম্যাচে।
তার চার মিনিট পরই ইরাকের জন্য জোড়া ধাক্কা। বক্সের মধ্যে আলী আহমেদ মাবখুতকে ফাউল করে লাল কার্ড দেখেন ইরাকের ডিফেন্ডার আহমাদ ইব্রাহিম, আর আমিরাতও পেয়ে যায় পেনাল্টি। ফরোয়ার্ড মাবখুত সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি (৩-২)।
বাকি সময়ে ১০ জন নিয়ে খেলা ইরাকের পক্ষে আর সমতায় ফেরা সম্ভব হয়নি।