মিয়াঁদাদের রেকর্ডে চোখ ইউনুসের
আরো অনেকের মতো ইউনুস খানেরও আদর্শ, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। যাঁর খেলা দেখে অনুপ্রাণিত হতেন, সেই অনুকরণীয় ক্রিকেটারটির একটি রেকর্ড ভাঙতে চলেছেন ইউনুস। আর মাত্র ১৯ রান করলেই মিয়াঁদাদকে ছাড়িয়ে টেস্টে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন এই ডানহাতি ব্যাটসম্যান। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন ইউনুস।
১৯৭৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ১২৪টি টেস্ট খেলে ৮,৮৩২ রান করেছিলেন মিয়াঁদাদ। তখন থেকে টেস্টে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি আছে তাঁর দখলে। মিয়াঁদাদকে পেছনে ফেলার খুব কাছাকাছি গিয়েছিলেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১১৯টি টেস্ট খেলে ৮,৮২৯ রান করেছিলেন সাবেক এই অধিনায়ক। মাত্র তিন রানের জন্য ছুঁতে পারেননি মিয়াঁদাদকে। আর ১০১টি ম্যাচ খেলে ইউনুসের সংগ্রহ দাঁড়িয়েছে ৮,৮১৪ রান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই তিনি হয়তো ছাড়িয়ে যেতে পারবেন এই দুই কিংবদন্তিকে।
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইউনুস বলেছেন, ‘এই রেকর্ড করতে পারলে সেটা হবে একটা দারুণ অর্জন। এমনটা যে করতে পারব, সেটা ক্যারিয়ার শুরুর সময় ভাবতেই পারিনি।’ তবে মিয়াঁদাদকে ছাড়িয়ে যেতে পারলেও নিজেকে তাঁর সঙ্গে তুলনা করতে রাজি নন ইউনুস, ‘মিয়াঁদাদকে ছাড়িয়ে যাওয়াটা হবে দারুণ ব্যাপার। কিন্তু আমি কোনোভাবেই তাঁর কাছাকাছি যেতে পারব না। তিনি পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি। রানসংখ্যায় ছাড়িয়ে গেলেও তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন, সেখানে কখনোই যেতে পারব না। তাঁকে লাখ লাখ মানুষ আদর্শ হিসেবে মানে।’
মিয়াঁদাদের মতো ইউনুসের টেস্ট ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল দারুণভাবে। ২০০০ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচেই শতক হাঁকিয়েছিলেন ইউনুস। টেস্টে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি, ৩০টি শতক করার রেকর্ডটিও পরে নিজের করে নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং গড়ও সবার চেয়ে বেশি, ৫৪.০৭। মিয়াঁদাদের ৫২.৫৭।