মিয়াঁদাদকে ছাড়িয়ে ১০ হাজারে চোখ ইউনুসের
টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ২২ বছর ধরে ছিল কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের দখলে। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ রান করার পথে তাঁকে ছাড়িয়ে গেছেন ইউনুস খান। তবে এতে সন্তুষ্ট নন তিনি। তাঁর লক্ষ্য, পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১১ জন ব্যাটসম্যান পাঁচ অঙ্কের ঘরে রান করলেও এই তালিকায় কোনো পাকিস্তানি নেই।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মিয়াঁদাদকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি নিয়ে ব্যাট করতে নেমেছিলেন পাকিস্তানের বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন রাজসিক ভঙ্গিতে—অফস্পিনার মঈন আলীর বলে দারুণ এক ছক্কা মেরে। মিয়াঁদাদের আট হাজার ৮৩২ রানকে পেছনে ফেলে এখন ইউনুসের সংগ্রহ আট হাজার ৮৫২ রান। রানসংখ্যা পাঁচ অঙ্কের ঘরে নিয়ে যেতে আর বেশিদিন লাগার কথা নয়। বয়স ৩৭ বছর হলেও নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইউনুস দৃঢ়প্রতিজ্ঞ, ‘আট হাজার রানের কাছাকাছি আসার পর আমি জাভেদকে (মিয়াঁদাদ) ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছিলাম। সেভাবেই নিজেকে তৈরি করেছিলাম। এই লক্ষ্যই আমাকে ভালো করার প্রেরণা জুগিয়েছে। এখন আমি পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে চাই।’
মিয়াঁদাদ আট হাজার ৮৩২ রান করেছিলেন ১২৪টি টেস্ট খেলে। ইউনুস তাঁকে ছাড়িয়ে গেছেন নিজের ১০২তম ম্যাচে। ব্যাটিং গড়েও মিয়াঁদাদের চেয়ে আপাতত এগিয়ে ইউনুস। টেস্টে মিয়াঁদাদের ব্যাটিং গড় ৫২.৫৭, আর ইউনুসের ৫৩.৯৭। টেস্টে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি ৩০টি শতকের রেকর্ডও ইউনুসের দখলে। হানিফ মোহাম্মদ ও ইনজামাম-উল-হকের পর পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ত্রিশতক করার দারুণ কীর্তিও গড়েছেন তিনি।