অধিনায়ককে ছাড়াই বড় চ্যালেঞ্জের মুখোমুখি রিয়াল

মাত্র চার দিনের মধ্যে কোপা দেল রে ও লা লিগার ম্যাচে দুবার বার্সেলোনার কাছে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। লিগ টেবিলের তিন নম্বরে চলে যাওয়া দলটি শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকেই গেছে। রিয়াল শিবিরের চারদিকে হায় হায় রব। এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে আজ রাত ২টায় ডাচ ক্লাব আয়াক্সের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়াই আয়াক্সের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সান্তিয়াগো সোলারির দলকে। দলটির জন্য একমাত্র স্বস্তির বিষয় হচ্ছে, প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে তারা।
বার্সেলোনার সঙ্গে টানা পরাজয়ের ঘা এখনো শুকায়নি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বাদ পড়েছে কোপা দেল রের সেমিফাইনাল থেকে। অতি নাটকীয় কিছু না ঘটলে লা লিগার শিরোপাটাও এবার সম্ভবত ছুঁয়ে দেখা হচ্ছে না। রিয়াল মাদ্রিদের জন্য সম্মান রক্ষার শেষ ভরসাস্থল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগটাই শুধু বাকি রয়েছে। কিন্তু দলের খেলোয়াড়রা কিছুটা ধারাবাহিকতার অভাবে ভুগছেন। এমনিতেই গত আসরের চ্যাম্পিয়ন দলটির মূল অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে চলে গেছেন ইতালির ক্লাব জুভেন্টাসে। অন্যদিকে করিম বেনজেমা, গ্যারেথ বেল, ভিনিসিয়াসরা আছেন অফ ফর্মে। এরই মধ্যে নিষেধাজ্ঞার কারণে ছিটকে গেছেন রামোস।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লড়াইটা তাই কঠিনই হবে রিয়াল মাদ্রিদের জন্য। তবে নিজে না খেলতে পারলেও কঠিন এই পরিস্থিতিতে সবাইকে উজ্জীবিত করার চেষ্টা চালিয়েছেন রামোস। দলের সবাইকে সামনে দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে বলেছেন, ‘লা লিগাটা আমাদের জন্য এখন শুধু ফিটনেস ও ছন্দ ধরে রাখার ক্ষেত্র। চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার রসদ খুঁজে নিতে হবে এখান থেকে। মঙ্গলবার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আমাদের জন্য। চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা ধরে রাখার জন্য সবটুকু উজাড় করে লড়াই করতে হবে আমাদের।’