তৃতীয় টেস্টে খেলবেন কি সাকিব?
অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোটে পড়া অলরাউন্ডার এরই মধ্যে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে মাঠে ফেরানো হবে না।
গত ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন সাকিব। এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৬ মার্চ শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাঁকে নামতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সে নিজে যদি মনে করে সুস্থ হয়েছে, তাহলে তৃতীয় টেস্টের আগে নিউজিল্যান্ড যেতে পারে।’
সম্প্রতি আঙুলে এক্স-রে করিয়েছেন সাকিব। সেখানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। এ সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব তৃতীয় টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছে। দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় যোগ দিতে দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছিলেন, নিউজিল্যান্ড যাওয়ার আগে নিজের সুস্থতা যাচাই করতে সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচ খেলতে চায়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্ট মিস করেছেন সাকিব। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না, সেটা নিশ্চিত। তবে তৃতীয় টেস্টে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়।
নিউজিল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বাকি দুই টেস্ট হবে ৮-১২ এবং ১৬-২০ মার্চ। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শেষ দুই টেস্টে কেমন করে বাংলাদেশ, সেটাই এখন দেখার।