ডুফা-ওয়ালটন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট
আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। আসরের স্পন্সর করছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ডুফার ঢাকা অঞ্চলের ছয়টি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম কুমার সরকার। খেলা শুরু হবে সকাল ৮টায়।
অংশগ্রহণকারী ছয়টি দল হচ্ছে—বনশ্রী এভেঞ্জার্স, রমনা রাইডার্স, উত্তরা লায়নস, মিরপুর টাইগার্স, খিলগাঁও ডাইনামাইটস ও শের এ মোহাম্মদপুর। ডুফার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মাহবুবুর রহমান লিটু, ক্রীড়া সম্পাদক ও সদস্য সচিব বায়েজিদ সিকদার ও যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ জানান, ডিপিএলকে ঘিরে এর সদস্যদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ’৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ডুফা এরই মধ্যে নানা সামাজিক সচেতনতা ও সামাজিক কাজ করে প্রশংসিত হয়েছে।
এ আয়োজনে তাদের সহযোগিতা করছে ওয়ালটন, ঈগলু, ড্যানিশ, মি. নুডলস, টেস্টি ট্রিট, অরভিল এগ্রো কেমিক্যালস লিমিটেড, জেড অ্যান্ড কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং হেলথ পার্টনার অলওয়েল বিডি লিমিটেড।