বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা
স্প্যানিশ লা লিগায় সেরা দুটি কাতালান ক্লাবকে নিয়ে হয় কাতালান সুপার কাপ। গত মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল বার্সেলোনা। আর দশম হয়েছিল জিরোনা। এবারও শীর্ষে আছে বার্সা আর জিরোনা আছে চতুর্দশ স্থানে। নিয়ম অনুসারে লা লিগার এবারের আসরের সেরা দুই কাতালান ক্লাব হিসেবে মুখোমুখি হয়েছিল দুটি দল। কিন্তু বুধবার রাতে জিরোনার কাছেই ২০১৯ সালের কাতালান সুপার কাপের ম্যাচে হেরে গেছে বার্সেলোনা। বার্সাকে ১-০ গোলে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে জিরোনা।
সাবাডেলের নোভা ক্রু আল্টায় অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসি, লুইস সুয়ারেজসহ নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রেখে খেলতে নামা বার্সেলোনা। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখে আর্নেস্তো ভেলভার্দের শিষ্যরাই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
উল্টো ম্যাচের ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান স্তুয়ানি গোল করলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। স্প্যানিশ মিডফিল্ডার ভ্যালেরি ফার্নান্দেজ বার্সেলোনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে স্তুয়ানি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
২০১৪ সালের আগে স্পেনের কাতালোনিয়া অঞ্চলের সব ক্লাবকে নিয়ে আয়োজিত হতো কোপা কাতালোনিয়া। তবে সে বছর থেকে নিয়ম বদলে লা লিগায় খেলা কাতালোনিয়ার সেরা দুটি ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। এবারই প্রথম এই শিরোপা জিতল জিরোনা। গত তিন আসরে দুবার চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। অন্য শিরোপাটি যায় এস্পানিওলের ঘরে।