শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

গত বছর রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামেননি লিওনেল মেসি। দীর্ঘ আট মাস পর আবার জাতীয় দলে ফিরেছেন তিনি। ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন হালের অন্যতম সেরা এই তারকা।
অবশ্য ৩১ সদস্যের এই দলে জায়গা হয়নি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়াইন। আর চোটের কারণে ইন্টার মিলান ফরোয়ার্ড মাউরো ইকার্দি দলে ডাক পাননি।
আগামী জুন-জুলাইয়ে কোপা আমেরিকা কাপ। তার আগে মেসিকে দলে ফেরানো হয়েছে দলের শক্তি বড়াতেই। গত বিশ্বকাপে একেবাবেই ফ্লপ ছিলেন মেসি। সামনের আসরগুলোতে কেমন করেন, সেটাই এখন দেখার।
আর্জেন্টিনা দল
ফ্রাঙ্কো আরমানি, অগাস্তিন মারচেসিন, হুয়ান মুসো, এস্তেবান আন্দ্রাদা (গোলরক্ষক)।
জার্মান পেজেয়া, গ্যাব্রিয়েল মের্কেদো, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, ওয়াল্টার কানেম্যান, মার্কোস আকুনা, গনসালো মনতিয়েল, রেনসা সারাভিয়া, লিসান্দ্রো মার্তিনেস (ডিফেন্ডার)।
লিয়েন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, জিওভানি ল চেলসো, ম্যানুয়েল লানসিনি, রবের্তো পেরেইরা, আনহেল দি মারিয়া, মাতিয়াস জারাচো, ইভান মারকোনে, দোমিঙ্গো ব্লাঙ্কো, রোদ্রিগো দে পল (মিডফিল্ডার)।
লিওনেল মেসি, আনহেল কোরেয়া, পাউলো দিবালা, দারিও বেনেদেত্তো, লোতারো মার্তিনেস, মাতিয়াস সুয়ারেস, গনসালো মার্তিনেস (ফরোয়ার্ড)।