নিউজিল্যান্ডে হামলার ঘটনায় দুপুরে বিসিবির প্রেস ব্রিফিং
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/15/photo-1552629347.jpg)
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে একটি মসজিদে হামলার ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই মসজিদে ভয়াবহ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টটি বাতিল করা হয়েছে। ভয়াবহ এ হামলার ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শুক্রবার দুপুর ১২টায় নিজ বাসভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিবির সিদ্ধান্ত ও পদক্ষেপগুলো আনুষ্ঠানিকভাবে জানাবেন।
তৃতীয় টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা ক্রাইস্টচার্চের মাঠে অনুশীলন করছিলেন। জুমার নামাজের সময় হলে অনুশীলন শেষে করে নিকটস্থ মসজিদ আল নুরে জুমার নামাজ আদায়ে যান। একেবারে মসজিদে প্রবেশের মুহূর্তে ক্রিকেটাররা জানতে পারেন, ভেতরে সন্ত্রাসী হামলা হয়েছে।
আতঙ্কিত খেলোয়াড়রা তখন দৌড়ে প্রথমে টিম বাস ও পরে হ্যাগলি ওভালে ফেরত আসেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সবাই।