ক্রাইস্টচার্চের ঘটনায় পিটারসেন-সাঙ্গাকারার প্রতিক্রিয়া
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা গভীরভাবে স্পর্শ করেছে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। শোকাচ্ছন্ন সাঙ্গাকারা সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে নিজের শোকের কথা জানিয়েছেন। অন্যদিকে এই সন্ত্রাসী হামলায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। টুইট করে এই হামলার তীব্র নিন্দা জানান পিটারসেন।
শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে সংঘটিত হামলায় ৪৯ জন মুসুল্লির প্রাণহানির ঘটনা ঘটে, গুরুতর আহত হন অনেকেই। এই ঘটনায় ব্যথিত সাঙ্গাকারা নিজের অফিশিয়াল টুইটার লিখেন, ‘ক্রাইস্টচার্চে গোলাগুলির ঘটনা শুনে আমি স্তব্ধ। প্রিয়জন হারানো সবার প্রতি আমার আন্তরিক শোক ও সমবেদনা জানাই। এই দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার সহানুভূতি, ভালোবাসা ও প্রার্থনা রইল। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় আহত সবার সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’
ক্রাইস্টচার্চের মসজিদে ওই হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশের দলের ক্রিকেটাররা। তবে বহু সংখ্যক মুসলিমের হতাহত হওয়ার ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও দেখে তিনি গভীর মর্মাহত হয়েছেন। ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকারী অনেকের উপরও। এই নারকীয় হত্যাযজ্ঞ দেখে, জঘন্য এক দুনিয়ায় বাস করছেন বলে জানান পিটারসেন।
টুইটারে ক্ষোভ প্রকাশ করে পিটারসেন লিখেন, ‘ক্রাইস্টাচার্চে নারকীয় দৃশ্য দেখলাম। ঝলমলে শহরটা এক নির্বোধের হাতে ধ্বংস হলো। এই ঘৃণার সূত্রপাত হয়েছে কোথাও। টুইটারে ঘুরে দেখলাম আরো গালিগালাজ, ঘৃণা ও অভব্য আচরণ। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের দিকনির্দেশনা যত দ্রুত সম্ভব পাল্টাতে হবে। আমরা একটা জঘন্য দুনিয়ায় বাস করছি।’