দারুণ জয়ে স্পেন-ইতালির ইউরো মিশন শুরু
ইউরো ২০২০ এর বাছাইপর্বে শুভসূচনা করেছে ইউরোপের দুই বড় দল স্পেন ও ইতালি। শনিবার রাতে ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক স্পেন নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে। ঘরের মাঠে ইতালি ২-০ গোলে ফিনল্যান্ডকে পরাজিত করে ইউরো বাছাইপর্বের মিশন শুরু করেছে।
ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নরওয়ের উপর চড়াও হয়ে খেলতে থাকে স্পেন। ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় সার্জিও রামোসের দল। বার্সেলোনার ডিফেন্ডার জর্ডি অ্যালবার ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন রড্রিগো। প্রথমার্ধের বাকি সময়টুকুতে বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও ফিনিশিংয়ের দুর্বলতার কারণে আর গোল পায়নি স্পেন।
ম্যাচের ৬৫ মিনিটে স্প্যানিশ ডি-বক্সে ফাউল হলে পেনাল্টি পায় নরওয়ে। পেনাল্টি থেকে জসুয়া কিংয়ের গোলে সমতায় ফেরে নরওয়ে। তবে মিনিট ছয়েক পর রামোসের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় দুইবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের।
দিনের অন্য ম্যাচে আরেক বড় দল ইতালি ঘরের মাঠে ফিনল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে । ম্যাচের সপ্তম মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে তরুণ খেলোয়াড় নিকোলো বারেল্লির বুলেট গতির শটে এগিয়ে যায় ইতালি। এরপর পুরো ম্যাচে গুছিয়ে খেলা ইতালি দীর্ঘক্ষণ গোল পেতে ব্যর্থ হয়। অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করে ব্যবধান ২-০ করেন ময়সে কিন।
বাছাইপর্বের অন্য ম্যাচে সুইডেন নিজেদের মাটিতে ২-১ গোলে রোমানিয়াকে পরাজিত করে।