তবু আশাবাদী মামুনুল
বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে যাওয়ায় হতাশ মামুনুল ইসলাম। তবে ভেঙে পড়েননি বাংলাদেশ অধিনায়ক। তাঁর বিশ্বাস শ্রীলঙ্কাকে হারিয়ে স্বাগতিকরা সেমিফাইনালে উঠবেই।
বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরার লড়াই’ হবে আগামী সোমবার, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
শুক্রবার দুপুরে সিলেট থেকে ঢাকায় ফিরে মামুনুল বলেন, ‘প্রথম ম্যাচে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই সবার মন খারাপ। তবে আমাদের ভাবনা এখন শুধু পরের ম্যাচ নিয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে খেলাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।’
‘আমি আশাবাদী, আমরা সেমিফাইনালে খেলবোই। শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী দল হলেও তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে।’
তবে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারের ধাক্কা সামলে ওঠাও কঠিন। বাংলাদেশ অধিনায়ক এই ব্যর্থতার বিশ্লেষণ করলেন এভাবে, ‘সত্যি বলতে কী, একটা বড় ম্যাচ খেলতে যে ধরনের মানসিক দৃঢ়তা থাকা দরকার সেটি আমাদের ছিল না। তা ছাড়া মালয়েশিয়া শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’
‘দ্বিতীয়ার্ধে গোল খাওয়ার পর অনেক চেষ্টা করেও আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। ভাগ্যও আমাদের সঙ্গে ছিল না। শেষ দিকে রনির যে শটটি সাইড বারে লেগেছে তা গোল হতে পারত।’