বিশ্বকাপে বাড়তি নিরাপত্তা চায় বাংলাদেশ দল

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ চলাকালীন আইসিসির বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে থাকবেন অংশগ্রহণকারী সব দলের ক্রিকেটাররা। ক্রিকেটের এই মেগা আসর শুরুর অন্তত পাঁচ-ছয় দিন আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবে বাংলাদেশ দল। সেই সময়টায় দলের ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে বোর্ড, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী রোববার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
কিছুদিন আগেই নিউজিল্যান্ড সফরে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট দল। সফরের তৃতীয় টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে যান দলের ক্রিকেটাররা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশ সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। দুঃখজনক ওই ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতি উভয়েই উপযুক্ত নিরাপত্তা না পেলে আগামীতে বাংলাদেশ দলকে বিদেশ সফরে না পাঠানোর কথা জানান।
এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তার ব্যবস্থা আয়োজক সংস্থা আইসিসি এবং স্বাগতিক দেশ মিলেই করবে। বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। সেখান থেকে বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগেই ইংল্যান্ডে চলে যাবে বাংলাদেশ। মূলত সেই সময়টার জন্যই আইসিসির কাছে নিরাপত্তা সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ এই নিরাপত্তার জন্য খরচ বহন করবে বিসিবিই।
এ ব্যাপারে বিসিবির নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যেহেতু বিশ্বকাপ শুরুর পাঁচ-ছয় দিন আগেই যাব, তাই আইসিসির কাছে এই কয়েক দিনের নিরাপত্তার ব্যবস্থা করে দিতে বলেছি। পুরো ব্যাপারটা আইসিসি সমন্বয় করে দেবে, আর সমুদয় খরচ আমরা বহন করব। তবে বিশ্বকাপ শুরু হলে আইসিসিই এসব বিষয় দেখবে।’
এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, সেদিকেও নজর দিয়েছে বিসিবি। ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের আয়োজক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা পরিকল্পনা পাঠানোর অনুরোধ করেছে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনার পর নিরাপত্তাবিষয়ক পরিকল্পনার ব্যাপারে আগের চেয়ে বেশি খেয়াল রাখছে বোর্ড। এর আগে ২০১৭ সালের আয়ারল্যান্ড সফরের নিরাপত্তা ব্যবস্থায় বিসিবি সন্তুষ্ট থাকলেও বর্তমান পরিস্থিতিতে আইরিশ বোর্ডের কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে বাড়তি কিছু আশা করছে বাংলাদেশ।