বিশ্বকাপের আগে এলাকার উন্নয়নে নজর মাশরাফির
আর কিছুদিন পরেই বিশ্বকাপ আসর। ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসরে বাংলাদেশ দল কেমন করবে, তা নিয়ে দেশবাসীর আগ্রহের শেষ নেই। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুঃখজনক ঘটনার পর ক্রিকেটাররা সবাই মানসিকভাবে অনেকটাই স্বাভাবিক হয়েছেন। দু-একটি ব্যতিক্রম বাদে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আবাহনীর হয়ে বেশ ভালো পারফর্ম করছেন। তবে সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে সর্বশেষ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফির কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখার পর ভক্তরা বলছেন, বিশ্বকাপের আগে এলাকার উন্নয়নে নজর দিয়েছেন ম্যাশ।
সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরফির কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে দেখা যায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন নড়াইল-২ (নড়াইল ও লোহাগড়া) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
ছবিগুলো দেখার পর মাশরাফির ভক্তরা শেয়ার করতে থাকেন। অনেকেই মন্তব্য করতে থাকেন, নড়াইলবাসীর উন্নয়নের জন্য এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ছুটে বেড়াচ্ছেন অধিনায়ক। অনেকে আবার বলেন, বিশ্বকাপের আগে এলাকার দিকে নজর দিয়েছেন ম্যাশ। কেউ কেউ বলেন, এভাবেই এগিয়ে যাক নড়াইলের এমপি।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষ করে নিজের জন্মস্থান ও নির্বাচনী এলাকা নড়াইলে যান মাশরাফি। এলাকায় থাকাকালীন স্থানীয় জনসাধারণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন ম্যাশ। এ সময় যেকোনো সমস্যার বিষয়ে তাঁকে জানানোর জন্য অনুরোধ করেন সবাইকে। এর পাশাপাশি জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের অনুরোধও করেন নড়াইল এক্সপ্রেস।
সাম্প্রতিক এই দৌড়ঝাঁপ নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘সামনে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট, সে জন্য খুব ব্যস্ত আছি। তবে কিছুদিন আগে এলাকার বিভিন্ন জায়গা ঘুরে বুঝেছি, এখানে অনেক উন্নয়ন প্রয়োজন। তাই সুযোগ পেলে দেশের পাশাপাশি নড়াইলের জন্য কাজ করার চেষ্টা করছি।’