নেপালে দারুণ সূচনা ঢাকা আবাহনীর
এএফসি কাপে দারুণ সূচনা করেছে ঢাকা আবাহনী লিমিটেড। নেপালের লিগ চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদির বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।
আজ বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের এই ম্যাচে আবাহনীর জয়ের নায়ক আফগান ফরোয়ার্ড মাশি সাইগানি। এএফসি কাপে এটি আবাহনীর প্রথম জয়।
ম্যাচের ২৮ মিনিটে লক্ষ্যভেদ করে আবাহনী। কর্নার থেকে বল পেয়ে চমৎকার হেডে গোলটি করেন মাসিহ। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
তবে প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের মধ্যে রুবেল মিয়ার একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছিল মানাংয়ের এক ডিফেন্ডার।
ইনজুরি সময়ে আরেকটি সুযোগ হাতছাড়া করেন আবাহনীর নাইজেরীয় স্ট্রাইকার সানডে চিজোবা। তাঁর শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।
অবশ্য নিজেদের মাঠে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল নেপালের ক্লাবটি। পঞ্চম মিনিটে বিশাল রায়ের দারুণ একটি শট রুখে দেন আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেল। তা না হলে বিপদ হতে পারতো।
দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। তাই হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
আসরে আবাহনীর দ্বিতীয় ম্যাচ আগামী ১৭ এপ্রিল, প্রতিপক্ষ ভারতের মিনেরভা পাঞ্জাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ। আর আগামী ১৯ জুন মার্সিয়াংদির বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে লড়বে আবাহনী।