ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ ভারতীয় দলে?
ফ্রান্স জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তাঁর অধীনে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ফ্রান্স। বলা হচ্ছে রেমন্ড ডমেনেখের কথা। বেশ কিছুদিন ধরে কোচিংয়ের নেই তিনি। তাঁকে নিয়েই একটা চমক-জাগানিয়া খবর প্রকাশ হয়েছে। ভারতের জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি।
ভারতের জাতীয় ফুটবল দলের কোচের পদের জন্য সরাসরি আবেদনও করেছেন ডমেনেখ। ভারতীয় ফুটবল ফেডারেশন তাঁর আবেদনের খবরটি নিশ্চিত করেছে।
ডমেনেখ গত বছর ক্যামেরুনের জাতীয় দলের কোচের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে না নিয়ে নেদারল্যান্ডসের ক্লারেন্স সিডর্ফকে কোচের দায়িত্ব দেয় আফ্রিকার দেশটি।
তবে আবেদন করলেও ভারতীয় দলের দায়িত্ব শেষ পর্যন্ত পান কি না, সেটা নিয়ে চলে ব্যাপক আলোচনা। কারণ, ডমেনেখকে কোচ করার ব্যাপারে প্রায় সব দলই খুবই সতর্ক। কারণ, ২০০৬ ও ২০১০—দুই বিশ্বকাপে ফ্রান্সকে মূলপর্বে খেলালেও (একবার ফাইনাল) প্রবল বিতর্ক জড়িয়েছিলেন এই কোচ।
ডমেনেখ ইউরোপের অন্যতম সেরা কোচ হলেও বিতর্কিত কথা বলার বদভ্যাস রয়েছে তাঁর। ২০১০ বিশ্বকাপে ফ্রান্স দলের ফুটবলাররা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিলেন। বিশ্বকাপের পর তাই চাকরি হারাতে হয়েছে তাঁকে।
ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২৫০ জন জাতীয় দলের কোচ হতে আবেদন করেছেন। তাঁদের মধ্যে উয়েফার লাইসেন্স যাঁদের রয়েছে, তাঁরাই চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন। তা ছাড়া আগে কোনো জাতীয় দলের কোচ ছিলেন কি না—সে অভিজ্ঞতা থাকলেও কেমন সাফল্য ছিল, সেটাও খতিয়ে দেখা হবে।