পেলের পাশে নেইমার

একটি অনুষ্ঠানে অংশ নিতে এই কিছুদিন আগে প্যারিসে গিয়েছিলেন পেলে। সেখানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েনে তিনি, পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আশার কথা, এই ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার এখন অনেকটাই সুস্থ। তাঁকে দেখতে কদিন আগে হাসপতালে গিয়েছিলেন আরেক ব্রাজিলীয় তারকা নেইমার। প্যারিস সেন্ট জার্মেইতে খেলা এই ফরোয়ার্ড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে পেলের দুই হাত ধরে রেখেছেন নেইমার।
৭৮ বছর বয়সী পেলে মূত্রতন্ত্রের সংক্রমণে ভুগছিলেন। রটে গিয়েছিল, পেলের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। আশার কথা, এখন শঙ্কামুক্ত পেলে। এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, দ্রুতই দেশে ফিরে যাবেন তিনি।
ইতিহাসে একমাত্র ফুটবলার পেলে, তিনটি বিশ্বকাপ জিতেছেন তিনি। ২১ বছরের ক্যারিয়ারে এক হাজার ৩৬৩টি ম্যাচে এক হাজার ২৮১টি গোল করেছেন তিনি। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১টি ম্যাচে করেন ৭৭টি গোল করেন। ১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেছিলেন পেলে।
বেশ কয়েক বছর ধরেই শরীর ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয়েছিল তাঁর। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবল কিংবদন্তি। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপে হুইলচেয়ারে বসে খেলা দেখেছেন তিনি। আপাতত তাঁর সুস্থতার খবর পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন ফুটবলপ্রেমীরা।