বিশ্বকাপের দল নিয়ে প্রধান নির্বাচকের ভাবনা
দুয়ারে বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবকে সামনে রেখে সব দলেরই প্রস্তুতি শেষ পর্যায়ে। এই আসরের বাংলাদেশ দল কেমন হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে জানিয়েছেন তাঁর ভাবনার কথা।
আসন্ন বিশ্বকাপের বাংলাদেশ দলে কোনো চমক থাকবে কি না, এমন এক প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘এই মুহূর্তে বলা মুশকিল, দলে নতুন কেউ আসছে কি না। তা নিয়ে চিন্তাভাবনা চলছে, আলোচনা হচ্ছে। দু-একদিনের মধ্যেই আমরা পুরো দল ঠিক করে ফেলব। দলে নতুন একজন বা দুজন থাকতেও পারে। আগে দল ঠিক হোক, তারপর জানা যাবে।’
আলোচনায় এসেছে চোট কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদের নাম। এ সম্পর্কে প্রধান নির্বাচক বলেন, ‘অনেকদিন পর মাঠে নেমেছে তাসকিন। রিদম পাওয়া সময়ের ব্যাপার। কারণ অনেকদিন ইনজুরিতে ছিল সে। প্রথম ম্যাচ, মাত্র শুরু করেছে। সামনে সুপার লিগের অনেক ম্যাচ আছে। আমার মনে হয় পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কিছু সময় লাগতে পারে। তবে তাঁর যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সামনে কেমন করে সেটা দেখতে হবে।’
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক দলের বিপক্ষে এই সিরিজ নিয়ে নান্নু বলেন, ‘এখন এ ব্যাপারে আমরা কিছু বলতে পারব না। কারণ দল নির্বাচন নিয়ে কোনো বৈঠকে আমরা এখনো বসিনি। কে থাকছে, কে থাকছে না—এটা নিয়ে এখন কোনো মন্তব্য করা যাবে না। তবে অনেকের ভালো পাফরম্যান্স চোখে পড়েছে। ইংলিশ কন্ডিশনে খেলা, দলে পেস বোলার বেশি থাকতে পারে। আমরা প্রিমিয়ার লিগের সুপার লিগের দুই ম্যাচ পরই দল নির্বাচন প্রক্রিয়া শেষ করব। তারপর ১৮ তারিখের দিকে দল ঘোষণা হতে পারে।’
প্রিমিয়ার লিগে জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স খুব একটা চোখে পড়ছে না। তাদের পারফম্যান্স নির্বাচকদের কি ভাবাচ্ছে? এ প্রশ্নের জবাবে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এটি অনেক বড় পরীক্ষা। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের মঞ্চ এই বিশ্বকাপ। সে হিসেবে কিছু ভাবনাতো থাকবেই দল গঠন নিয়ে। আমি মনে করি আমাদের খেলোয়াড়রা অবশ্যই ফর্মে ফিরেবে। সামনে আয়ারল্যান্ড সিরিজ, এরই মধ্যে আমরা যাদের নিয়ে চিন্তা ভাবনা করছি তারা অবশ্যই ফর্মে ফিরে আসবে।’
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন বলেছেন, ডিপিএল গুরুত্বপূর্ণ নয়। এ সম্পর্কে একমত নন নান্নু, ‘ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। খেলোয়াড়রা যখনই যেই মঞ্চেই খেলতে যাক না কেন, বিশেষ করে বিশ্বকাপে যখন খেলতে যাবেন— তখন আত্মবিশ্বাসী থাকতে হবে। সময় আছে বিশ্বকাপের আগে। একটা ম্যাচ ক্লিক করলেই ধারাবাহিকতায় চলে আসবে।’
চোট নিয়ে খেলা অলরাউন্নার সাইফউদ্দিন সম্পর্কে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের কাছে ফিজিওর এমন কোনো রিপোর্ট নেই যে সে খেলতে পারবে না। নিউজিল্যান্ড থেকে আসার পর সবাই দুই সপ্তাহ বিশ্রাম পেয়েছে। সে একটু কম বিশ্রাম নিয়ে খেলেছে, এটা ওর ব্যাপার। সে যদি ফিট থাকে, নিজেকে ফিট মনে করে এতে কোনো অসুবিধা নেই।’