এমন ফাইনাল চাননি মরগানও!
বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নেমেছে এই কদিন আগে। অবশ্য এই আসরের ফাইনাল ম্যাচ নিয়ে সমালোচনা কিছুতেই থামছে না। আইসিসির নিয়ম নিয়ে বেশ শোরগোল মিডিয়া পাড়ায়। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানও নাকি এভাবে বিশ্বকাপ জিততে চাননি।
গত রোববার বিশ্বকাপের ফাইনালে ম্যাচটি টাই হয়েছিল। পরবর্তী সুপার ওভারেও আসেনি ফলাফল। শুধু মাত্র বাউন্ডারি হাঁকানোয় এগিয়ে থেকে দ্বাদশ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। ক্রিকেট বোদ্ধারা বলছেন, এমন ফলাফল নিউজিল্যান্ডের প্রতি অন্যায় হয়েছে।
ইংলিশ অধিনায়কের মতেও বিশ্বকাপ ফাইনালের ফলটা ন্যায্য হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসকে মরগান বলেন, ‘দুই দলের মাঝে যখন তেমন কোনো পার্থক্যই নেই যার কারণে এ ধরনের ফল ন্যায্য বলে আমি মনে করি না। (ফাইনালে) এমন কোনো মুহূর্ত আসেনি যখন আপনি বলতে পারবেন, ম্যাচটা ফসকে গেল! আমি স্বাভাবিকই আছি। স্বাভাবিক ভাবেই দিন কাটাচ্ছি। আমি জানি আমি সেখানে ছিলাম কী ঘটেছে। সেটা মাঠে থেকেই দেখেছি। জেতার পর হয়ত মনে হতে পারে সহজ ছিল, কিন্তু আসলে ব্যাপারটা সহজ ছিল না। ’
মরগান আরো যোগ করেন, ‘জেতা বা হারার মধ্যে খুব সামান্য তফাৎ ছিল। অবশ্যই এমন ম্যাচে হারাটাই বেশি কঠিন ছিল। আমি উইলিয়ামসনকে বলেছি, আমরা ম্যাচ তোমাদের হাতে অনেক সময় তুলে দিয়েছিলাম কিন্তু তোমরা সেই সুযোগ নিতে পারোনি।’