আয়ারল্যান্ড সিরিজের দলে তাসকিন?

কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের কান্না দেখেছে ক্রিকেটপ্রেমীরা। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেয়ে মুষড়ে পড়েন এই ডানহাতি ফাস্ট বোলার। তবে নতুন করে আবার কিছুটা আলোর রেখা দেখতে পাচ্ছেন তাসকিন-ভক্তরা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। চমক হয়ে আয়ারল্যান্ডগামী স্কোয়াডে সুযোগ পেতে পারেন দ্রুতগতির এই বোলার। বাংলাদেশ দলের নির্বাচক কমিটি এমন আভাস দিয়েছে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শনিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলের সঙ্গে ব্যাকআপ হিসেবে বাড়তি দুজন পেসার নিয়ে যাওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ দলে থাকা দুই পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কায় থাকার কারণেই এমন ভাবছে টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে হঠাৎ করে বাড়তি দুজন পেসার নেওয়ার সিদ্ধান্তের কারণ জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘মুস্তাফিজ কবে নাগাদ পুরোপুরি বোলিং করতে পারবে, সেটা বোঝা যাচ্ছে না। রুবেলও অনেক দিন ম্যাচ খেলেনি। তারও কিছু সমস্যা রয়েছে। আয়ারল্যান্ডে যেন তাদের ওপর চাপ না পড়ে, সে জন্যই বাড়তি দুজন পেসার নিয়ে যেতে চাইছি আমরা।’
আর এ দুজন ব্যাকআপ পেসার নেওয়ার চিন্তা থেকেই আলোচনায় উঠে এসেছে তাসকিন আহমেদের নাম। তবে তাঁর ভাগ্যের শিকে ছিঁড়বে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। আয়ারল্যান্ডগামী দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আরেক পেসার শফিউল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাসকিনকে। ডানহাতি পেসার তাসকিনের ফিটনেস ও ফর্ম নিয়ে সন্তুষ্ট হলেই সুযোগ দিতে পারেন নির্বাচকরা। এ ছাড়া কন্ডিশনটাও বিবেচনায় রাখছে নির্বাচকমণ্ডলী।
তবে ব্যাকআপ হিসেবে যাওয়া দুজনের মধ্যে একজনের জায়গা নিশ্চিত। এবারের প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ও লিগের ওয়ানডে ফরম্যাটে ব্যাট-বলে অসাধারণ পারফর্ম করার পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে আয়ারল্যান্ড যাচ্ছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে বলেন, ‘আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে ফরহাদ রেজা যাচ্ছে, এটা নিশ্চিত। এ ছাড়া তাসকিন ও শফিউলের ব্যাপারে আলোচনা চলছে। এটাও নিশ্চিত যে তাদের মধ্যে একজন আয়ারল্যান্ডে যাবে। তবে সে কে, সেটা জানা যাবে রোববার।’
এবারের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করেছেন ফরহাদ রেজা। দোলেশ্বরের হয়ে লিগে ১৬ ম্যাচে বল হাতে ৩৯টি উইকেট নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২০৭ রান। ওয়ানডে ফরম্যাটের আগে হয়ে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। আর ব্যাট হাতে ২২৭.৬৫ স্ট্রাইক রেটে করেছেন ১০৭ রান। তাই দলে সুযোগ পাওয়ার ব্যাপারে ফরহাদের দাবিটা বেশ জোরালোই ছিল।
বাংলাদেশ দলের হয়ে মোট ৩৪টি ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন ফরহাদ রেজা। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।