বড় বাধা হয়েছিলেন মাশরাফি
দুই ক্যারিবীয় ওপেনার শেই হোপ ও সুনিল আমব্রিস দারুণ শুরু করেছিলেন। এই দুজনের চমৎকার দৃঢ়তায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। তা দেখে মনে হয়েছিল এদিনও বুঝি বিশাল সংগ্রহ গড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। না, শেষ পর্যন্ত তা পারেনি ক্যারিবীয় দলটি। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বল হাতের অসাধারণ দৃঢ়তায় মাঝারি সংগ্রহতে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারা করে ২৬১ রান।
আজ মঙ্গলবার ডাবলিনে অনুষ্ঠিত এই ম্যাচে ওপেনার আমব্রিস ৩৮ রান করে মিরাজের শিকার হয়ে প্রথম সাজঘরে ফিরেন। এর পর ড্যারেন ব্রাভো আউট হন ব্যক্তিগত ১ রানের মাথায় সাকিব আল হাসানের বলে।
কিন্তু একপাশ আগেলে রাখেন হোপ। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের চমৎকার ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটসম্যান মাশরাফির শিকার হয়ে ফেরার আগে ১০৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। আর রোস্টন চেইসকে ৫১ রানের মাথায় আউট করেন বাংলাদেশ অধিনায়ক। এর পরই পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়। অন্যরা আসা-যাওয়া ব্যস্ত থাকায় খুব বেশি দূর এগুতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান দুটি এবং সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়ে অধিনায়ককে যোগ্য সহায়তা দেন।
বাংলাদেশ দল তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। একাদশে সুযোগ পাননি পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। তরুণ অলরাউন্ডর সাইফউদ্দিন দলে সুযোগ পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি করা জন ক্যাম্পবেল চোটের কারণে ছিটকে গেছেন একাদশ থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ১৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। এ ম্যাচে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক শেন ডাওরিচের।
নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৯৬ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল।