বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছেন তাসকিন?
বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে মুষড়ে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। শুধু তাই নয়, তরুণ এই পেসার কেঁদেও ফেলেছিলেন। তবে নতুন করে আবার কিছুটা আলোর রেখা দেখতে পাচ্ছেন তাসকিন-ভক্তরা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাওয়ার পর এবার বাংলাদেশের বিশ্বকাপ দলেও জায়গা পেতে পারেন তিনি। আরেক পেসার আবু জায়েদ রাহির জায়গায় দলে নেওয়া হতে পারে তাঁকে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বিশ্বকাপের বাংলাদেশ দলে দু-একটি পরিবর্তন আসতে পারে। এই জা্য়গায় তাসকিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে আয়ারল্যান্ড সিরিজে ব্যাকআপ পেসার হিসেবে তাসকিনকে দলে নেওয়া হয়েছিল। আর ফরহাদ রেজা ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলে চলমান এই সিরিজের দলে জায়গা পান।
বাংলাদেশ দলের হয়ে ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে খেলেন তাসকিন। জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পেলেও বিপিএলে ইনজুরিতে পড়ে আর ফেরা হয়নি তাঁর। তবে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেলেও প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি তিনি। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৬৬ রানে তিন উইকেট পান তিনি।
আগামী ৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আসরে অংশ নিতে এরই মধ্যে দেশ ছেড়ে গেছে বাংলাদেশ। এখন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা। এই সিরিজ শেষে ইংল্যান্ডে যাবে মাশরাফি-সাকিবরা।
বিশ্বকাপের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।