বাংলাদেশ কোচের উচ্চাশা সৈকত-রাহিকে নিয়ে

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ খেলার জন্য ইংল্যান্ডে চলে গেছে বাংলাদেশ দল। সঙ্গে নিয়ে গেছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের সুখস্মৃতি। শুধু নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের জন্যই নয়, পুরো সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলার আত্মবিশ্বাসটাও বাড়তি শক্তি জোগান দিচ্ছে দলকে। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য এখন লেস্টারে অবস্থান করছে টাইগাররা। আসর শুরুর আগে দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কোচ স্টিভ রোডস। আলাপচারিতায় দলের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহিদের মতো তরুণদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন ইংলিশ এই কোচ।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ দল পায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চোটের কারণে না খেলা সাকিবের বদলে সুযোগ পান ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সুযোগ পেয়েই সেটার সর্বোচ্চ ব্যবহার করেন মোসাদ্দেক। পেন্ডুলামের মতো দুলতে থাকা ফাইনাল ম্যাচে ২৪ বলে অপরাজিত ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের শিরোপা জয় নিশ্চিত করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
তরুণ এই ক্রিকেটারের এমন ফর্ম দলের সিনিয়র খেলোয়াড় এবং অন্যদেরও তাতিয়ে দেবে বলে মনে করেন কোচ রোডস। তিনি বলেন, ‘মোসাদ্দেকের উদাহরণ দিয়েই বলা যায়, আমাদের দলটার গভীরতা কতটুকু। ফাইনালে ওর পারফরম্যান্স অন্যদেরও সেরা পারফর্ম করতে তাতিয়ে দেবে। বিশ্বকাপে ওর মতো একজন যদি একাদশে সুযোগ না পায়, তাহলে বুঝতে হবে ওর চেয়েও ভালো কেউ খেলবে। এই অনুভূতিটা আমাদের বড় বড় ম্যাচও জেতার ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলছে।’
একই সঙ্গে পেসার আবু জায়েদ রাহিকে নিয়েও উচ্ছ্বাস ঝরে কোচ স্টিভ রোডেসের কণ্ঠে। নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। তথাপি ফাইনালে খেলার সুযোগ হয়নি তাঁর। এ প্রসঙ্গ টেনে কোচ রোডস বলেন, ‘পাঁচটা উইকেট পেলেও আমরা জায়েদকে দলে নিতে পারিনি। এটা ওর জন্য মেনে নেওয়া কষ্টকর। কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে যে, স্কোয়াডে থাকা অন্য খেলোয়াড়রা কতটা অসাধারণ।’
বাংলাদেশ দলের এই তরুণ তুর্কিদের পারফরম্যান্স আশাবাদী করছে কোচ স্টিভ রোডসকে। বাংলাদেশ এখন আর কেবল সিনিয়র খেলোয়াড়দের দল নয়। দায়িত্ব পেলে তরুণরাও প্রত্যাশা মেটাতে সক্ষম বলে মনে করেন টাইগার কোচ। জায়েদ-মোসাদ্দেকদের পারফরম্যান্স বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করেন তিনি।