একি দশা মরিনিয়োর চেলসির!
ইংলিশ প্রিমিয়ার লিগের গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল চেলসি। কিন্তু এবারের সপ্তাহে আবার ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো হারের মুখ দেখেছে গতবারের শিরোপাজয়ীরা। এবার ২-১ গোলে হেরে গেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। লাল কার্ড দেখে ডাগআউট ছেড়ে যেতে হয়েছে মরিনিয়োকে।
প্রিমিয়ার লিগের প্রথম ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয়ের দেখা পেয়েছে চেলসি। ড্র করেছে দুটিতে। আর হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে পাঁচটি ম্যাচে। ফলে ১০ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে চলে গেছে গতবারের শিরোপাজয়ী চেলসি। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারিয়ে স্বল্প সময়ের জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে আর্সেনাল। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির ঘরে জমা হয়েছে ২১ পয়েন্ট। আর চেলসিকে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম।
চেলসির বিপক্ষে নিজেদের মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হ্যাম। ১৭ মিনিটের মাথায় চেলসির জালে বল জড়িয়েছিলেন মাউরো জারাতে। ৪৪ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেমানজা মাতিককে। ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে চেলসিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়েছে কোচ মরিনিয়োকেও। তার পরও ৫৬ মিনিটের মাথায় গ্যারি কাহিলের গোলে খেলায় সমতা ফিরিয়েছিল চেলসি। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। ৭৯ মিনিটে ওয়েস্ট হ্যামের পক্ষে জয়সূচক গোলটি করেন অ্যান্ডি ক্যারল।
মরিনিয়ো একসময় আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারকে ডেকেছিলেন ‘ব্যর্থতার বিশেষজ্ঞ’ বলে। কিন্তু সেই কথাটা যেন এখন ঘুরে যাচ্ছে মরিনিয়োর দিকেই। একের পর এক ব্যর্থতার হতাশা নিয়ে ভয়াবহ খারাপ সময়ের মধ্য দিয়েই যেতে হচ্ছে পর্তুগিজ এই কোচকে। অন্যদিকে ওয়েঙ্গার কাটাচ্ছেন দারুণ ভালো সময়। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর আবার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে তাঁর দল আর্সেনাল।
রোববার প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানসিটি এই ম্যাচে জিতে গেলে অবশ্য শীর্ষস্থান ছেড়ে দিতে হবে আর্সেনালকে।