মেসির গোলের পরও বিদায় নিল মায়ামি
লিওনেল মেসিকে নিয়ে এমএলএস কাপ জয়ের স্বপ্ন দেখেছিল ইন্টার মায়ামি। কিন্তু প্লে অফের তৃতীয় রাউন্ডের ম্যাচে মায়ামির সেই স্বপ্ন ভেস্তে দিল আটলান্টা ইউনাইটেড। বিশ্বসেরা তারকাকে নিয়ে গড়া দলকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল আটলান্টা। যেখানে মেসি গোল করেও পারেননি মায়ামিকে উদ্ধার করতে। শেষ পর্যন্ত বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে।
মেজর লিগ সকারে ‘বেস্ট অব থ্রি’ প্লে অফের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ রোববার(১০ নভেম্বর) সকালে মায়ামিকে ৩-২ গোলে হারিয়েছে আটলান্টা।
ঘরের মাঠে ম্যাচটিতে দল যখন পিছিয়ে ছিল তখন দারুণ হেডে গোল করে সমতায় ফেরান মেসি। কিন্তু তাতে লাভ হয়নি। ফিরতি গোলে আটলান্টাকে এগিয়ে নেন পোলিশ মিডফিল্ডার বার্তোস স্লিশ।
তার আগে প্রথমার্ধে জোড়া গোল করেছেন আটলান্টার সেনেগালিজ ফরোয়ার্ড জামাল চিয়াহ। আর মায়ামির হয়ে মেসি ছাড়াও জালের দেখা পান মাতিয়াস রোজাস।
এই লড়াইয়ে নিশ্চিতভাবে ফেভারিট ছিল মায়ামি। তারকাবহুল দল গড়া মায়ামিকেই সেরা ভেবেছিল সবাই। কাগজে কলমেও সেটা পরিস্কার। কিন্তু মাঠের খেলায় ভিন্নতা দেখাল আটলান্টা। মায়ামিকে বিদায় করে আটলান্টা পৌঁছে গেল ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে ইন্টার মায়ামির রাজ্য (ফ্লোরিডা) প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে পেল চমক দেখানো আটলান্টা।