চিটাগাং ভাইকিংসের তামিমকে পাওয়ার আনন্দ
বিপিএলের নিলাম অনুষ্ঠানের শুরু থেকেই একটা শঙ্কায় ছিল চিটাগাং ভাইকিংস। ‘ঘরের ছেলে’ তামিম ইকবালকে পাওয়া যাবে তো! আইকনদের লটারিতে চতুর্থ হয়েও তারকা ওপেনারকে পেয়ে গেছে চট্টগ্রামের দলটি। সে জন্য চিটাগাং ভাইকিংস দারুণ খুশি। এবারের বিপিএলের বেশকিছু ম্যাচ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নিজেদের মাঠে খেলা হবে বলে বাড়তি সুবিধা পাওয়ার আশাও করছে দলটি।
দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়েছে ভাইকিংস। তামিমের পাশাপাশি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ আর গত বিশ্বকাপে চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়া ওপেনার এনামুল হক বিজয়কে নিয়েছে তারা। চট্টগ্রামের দলটিতে দেখা যাবে ওপেনার নাফিস ইকবাল, দুই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ও ইলিয়াস সানি, ব্যাটসম্যান নাঈম ইসলাম, অলরাউন্ডার জিয়াউর রহমান এবং পেসার শফিউল ইসলামকেও।
বিদেশি সংগ্রহও বেশ ভালো। পাকিস্তানের ক্রিকেটারই আছেন চারজন। তারকা স্পিনার সাঈদ আজমল, স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা পেসার মোহাম্মদ আমির, দুই সহোদর কামরান আকমল ও উমর আকমল এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন চিটাগাং ভাইকিংসের সঙ্গে।
এ ছাড়া শ্রীলঙ্কার লেগস্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিস ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান চামারা কাপুগেদারা, জিম্বাবুয়ের অলরাউন্ডার এলটন চিগুম্বুরা এবং দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসনকে দলে নিয়েছে চট্টগ্রামের দলটি।
এই দল নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজ ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ‘আমাদের প্রত্যেক বিভাগেই মানসম্পন্ন দেশি-বিদেশি খেলোয়াড় রয়েছেন। এই দল নিয়ে শিরোপা জেতা অসম্ভব নয়। আমার বিশ্বাস আমরাই শিরোপা জিতব। তা ছাড়া নিজেদের মাঠে খেলা হবে বলে দর্শকদের সমর্থন আমাদের অনেক এগিয়ে দেবে।’
চিটাগাং ভাইকিংস সবচেয়ে বেশি খুশি আইকন খেলোয়াড়দের লটারিতে তামিমকে পেয়ে। উচ্ছ্বাসটা ধরা পড়ল আবদুল ওয়াহেদের কণ্ঠেও, ‘আমরা তামিম ইকবালকে চেয়েছিলাম, আর তাকে পেয়েছিও। আমরা ভাগ্যবান, চট্টগ্রামের ছেলে আমাদের হয়েই খেলবে।’
মোহাম্মদ আমিরকে দলে নেওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘স্পট ফিক্সিংয়ের দায়ে সাজা পেলেও আমির এখন মুক্ত। আইসিসি ছাড়পত্র দিয়েছে বলেই আমরা তাকে দলে নিয়েছি।’
তৃতীয় বিপিএলে চিটাগাং ভাইকিংস
দেশি : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ ও নাফিস ইকবাল।
বিদেশি : সাঈদ আজমল, মোহাম্মদ আমির, কামরান আকমল, উমর আকমল, জীবন মেন্ডিস, চামারা কাপুগেদারা, রবিন পিটারসন ও এলটন চিগুম্বুরা।