বিপিএলে কী কী চমক থাকছে, রূপরেখা দিলেন বিসিবি প্রধান
ইতোমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পার করেছে ১০টি আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলেও ১০ আসরে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী। প্রতিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন আঙ্গিকে বিপিএল সাজানোর কথা বললেও, বেলাশেষে কাজের কাজ হয় না তেমন।
বিপিএলের ১১তম আসর বসবে ডিসেম্বরে। যে আসরকে ঘিরে সবার ভীষণ প্রত্যাশা। যথেষ্ট কারণ আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদল এসেছে ক্রীড়াঙ্গনেও। বদল আসে বিসিবিতেও। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, একাদশ বিপিএলে থাকবে চমক ও নতুনত্ব।
কী কী চমক থাকছে বিপিএলে—আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সেসবের একটি রূপরেখা দেন ফারুক আহমেদ। বিসিবির দেওয়া একটি ভিডিওতে তিনি জানান, কথা অনুযায়ী এবারের আসরে অনেক কিছুই থাকবে। দর্শকরা চমৎকার একটি টুর্নামেন্টের অভিজ্ঞতা পাবেন।
ফারুক আহমেদ বলেনন, ‘১০ বছরে বিপিএল সেই মানে যেতে পারেনি। এবার আমরা অনেক কিছুতে পরিবর্তন আনব। টিকিটের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা শুরু করব। মাঠে দর্শকরা বিনামূল্যে যেন পানি খেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। থাকবে হক আই, ডিআরএসের মতো উন্নত প্রযুক্তিগুলো। সম্প্রচারের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখছি যেন সেটি মানসম্মত হয়। বিদেশি আম্পায়ার, ভালো মানের ধারাভাষ্যকার আনার ব্যাপারে আলোচনা করছি আমরা। এগুলো খেলার মান বাড়ায়।’
পরিবেশ সচেতনতার ব্যাপারেও খেয়াল রাখার কথাও জানান বিসিবি প্রধান। মাঠ যাতে নোংরা না হয় এবং স্টেডিয়ামের আশপাশ পরিষ্কার রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফারুক আহমেদ।