আফগানদের বাস্তবতা বুঝিয়ে দিল ইংল্যান্ড
প্রস্তুতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ উড়ছিল আফগানিস্তান। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আফগানদেরই আজ মাটিতে নামিয়ে চরম বাস্তবতা বুঝিয়ে দিল আসন্ন বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড।
প্রস্তুতি পর্বে দুই দলের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে নয় উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সোমবার বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে ১৯৫ বল হাতে রেখেই পৌঁছে যায় স্বাগতিকরা।
ওভালে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ইংলিশ বোলারদের বোলিং তোপে ব্যাটিংয়ের শুরু থেকেই ধরাশয়ী ছিল তারা। ওপেনিংয়ে নেমে মারকুটে ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই ফেরেন মাত্র ১১ রানে। উইকেটে থিতু হতে পারেননি আজগর আফগান কিংবা রহমত শাহরা। নিয়মিত বিরতিতে উইকেটের মাঝে শুধু মোহাম্মদ নবীই খেলেছেন নিজের স্বাভাবিক খেলা। তাঁর ৪২ বলে ৪৪ রানের ইনিংসের ওপর ভর করে ইংলিশদের সামনে ১৬১ রানের টার্গেট রাখে আফগানিস্তান।
ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আলোচিত পেসার জোফরা আর্চার। সমান তিনটি উইকেট নেন পার্টটাইম অফস্পিনার জো রুট।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭.৩ ওভারেই জয় তুলে নেয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা জেসন রয়। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং চারটি ছয় দিয়ে। ২৯ রান আসে জো রুটের ব্যাট থেকে। ইনিংস শেষে দুজনই ছিলেন অপরাজিত।