যে কারণে খেলছেন না তামিম

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। দলের সঙ্গে ফিল্ডিংয়ে নামেননি এবং ব্যাটিংও করছেন না তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। কী এর কারণ, এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বড় কোনো চিন্তার কারণ নেই এই বাঁহাতি ওপেনারকে নিয়ে।
তবে হ্যাঁ, কিছুটা চোটে আক্রান্ত তামিম। তাই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। গতকাল সোমবার অনুশীলনের সময় নাকি কোমরের ব্যথা পেয়েছিলেন তিনি। তাই সতর্ক হিসেবেই এই ম্যাচে খেলছেন না।
বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুলের দারুণ দুটি সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে ভারত। কার্ডিফের সোফিয়া গার্ডেনে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে করে ৩৫৯ রান করে তারা। সাবেক অধিনায়ক ধোনি খেলেন ১১৩ রানের দারুণ একটি ইনিংস। আর তরুণ ব্যাটসম্যান রাহুল ১০৮ রান করেন সাব্বিরের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও সাকিব আল হাসান দুটি করে এবং মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, সাব্বির রহমান একটি করে উইকেট নেন। বিশেষ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে (৪৭) দারুণ বলে ফিরিয়েছেন সাইফউদ্দিন।
এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে তারা। নিজেদের দল সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা পাবে তারা।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছিল কোহলির ভারত। আর পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে বাংলাদেশ দল মাঠেই নামতে পারেনি।
আগামী বৃহস্পতিবার শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। আর আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।