বাকিংহাম প্যালেসে যাচ্ছেন অধিনায়করা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/05/29/photo-1559120661.jpg)
আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশতম আসরের। তার আগে আজ বুধবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অতিথি হয়ে সৌজন্য সাক্ষাতের জন্য বাকিংহাম প্যালেসে যাবেন বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের অধিনায়ক।
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ সব অধিনায়কের বাকিংহাম প্যালেসে যাওয়ার বিষয়টি এক বার্তার মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানান, বাংলাদেশ সময় রাতে বাকিংহামে যাবেন অধিনায়করা।
রানির সঙ্গে সাক্ষাৎ শেষে মাশরাফিরা অংশ নেবেন বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। যা অনুষ্ঠিত হবে বাকিংহাম প্যালেসের সামনে ‘দ্য মল’-এ। এক ঘণ্টা ২০ মিনিটব্যাপী চলবে এই অনুষ্ঠান।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।