উইন্ডিজের বিপক্ষে প্রায় একই সমীকরণে বাংলাদেশ
আবহাওয়া প্রসন্ন থাকলে ইংল্যান্ডের টনটনে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপে পয়েন্ট টেবিল সমীকরণে প্রায় একই অবস্থানে আছে টিম টাইগার ও ক্যারিবীয়রা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানকে।
বাংলাদেশ এরপর হেরেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে।
বৃষ্টির কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুদলেরই একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়। অন্যদিকে বৃষ্টিতে পরিত্যক্ত হয় উইন্ডিজের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও।
কেবল নেট রানরেটেই উইন্ডিজের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।
আজকের ম্যাচটি জিতলে বাংলাদেশ পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে চলে যাবে।
বাংলাদেশ (চার ম্যাচ)
জয় : ১, হার : ২, পরিত্যক্ত : ১, পয়েন্ট : ৩, নেট রানরেট : -০.৭১৪
ওয়েস্ট ইন্ডিজ (চার ম্যাচ)
জয় : ১, হার : ২, পরিত্যক্ত : ১, পয়েন্ট : ৩, নেট রানরেট : +০.৬৬৬