বাংলাদেশ ও পাকিস্তানের সেমির সমীকরণ কঠিন করল ইংল্যান্ড
জমে উঠেছে আইসিসি বিশ্বকাপের শেষ চারের সমীকরণ। গতকাল রোববার এজবাস্টনে ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের হিসাব-নিকাশ জটিল করে ফেলেছে ইংল্যান্ড।
ইংরেজদের এই জয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা কঠিন হয়ে গেছে। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে স্বাগতিকদের অবস্থান এখন চতুর্থ স্থানে।
৩ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এউইন মরগানের দল। ওই ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। তাদের পয়েন্ট হবে ১২।
অন্যদিকে, বাংলাদেশ তখন যদি ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ও পায়, তাহলেও সেমিতে যেতে পারবে না। কারণ, বাংলাদেশের পয়েন্ট হবে ১১। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। তাদের পয়েন্ট এখন ৯। তারা যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে তাদের পয়েন্ট হবে ১১।
এদিকে, ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, আর বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে হারাতে পারে, সে ক্ষেত্রে সেমিতে যাবে টাইগাররা। আর যদি ইংল্যান্ড ও বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচগুলোতে পরাজিত হয়, তাহলে সেমির টিকেট পাবে পাকিস্তান।
তবে ইংল্যান্ড যদি হেরেও যায় আর বাংলাদেশ যদি শুধু পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করে, তাহলে শেষ চারে পৌঁছে যাবে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া আগেই সেমির টিকিট নিশ্চিত করেছে।
সেমিতে ইংল্যান্ড, বাংলাদেশ নাকি পাকিস্তান যাবে—তার জন্য আপাতত মঙ্গলবার ভারত ও বাংলাদেশ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে, তাহলে ৩ জুলাই নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচের দিকে সবাইকে তাকিয়ে থাকতে হবে। ৩ জুলাইয়ের ম্যাচে ইংল্যান্ড জিতলে করলে সব হিসাব-নিকাশ শেষ হয়ে যাবে।