আইসিসিতে শ্রীনিবাসন-যুগের অবসান?
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ আগেই হারিয়েছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। এবার আইসিসির চেয়ারম্যান পদও হয়তো হারাতে চলেছেন ভারতের এই বিতর্কিত ক্রিকেট প্রশাসক। শিগগিরই তাঁকে সরিয়ে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন বিসিসিআইয়ের নতুন সভাপতি শশাঙ্ক মনোহর।
আইসিসির চেয়ারম্যানের পাশাপাশি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বও একই সঙ্গে পালন করছিলেন শ্রীনিবাসন। কিন্তু তাঁর জামাতা গুরুনাথন মায়াপ্পন আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ভীষণ চাপে পড়ে যান শ্রীনিবাসন। শেষপর্যন্ত বাধ্যই হন বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে।
তবে আইসিসির চেয়ারম্যান হিসেবেও নাকি আর বেশি দিন দেখা যাবে না শ্রীনিবাসনকে। বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘বেশ কিছু দিন ধরেই কিছু বিশেষ পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ক্রিকেটের প্রসারে এন শ্রীনিবাসনের ব্যর্থতার কারণে পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছে বিসিসিআই ও আইসিসির বেশ কয়েকজন সদস্য। আগামী ৯ নভেম্বর আইসিসির বার্ষিক সাধারণ সভাতেই রূপান্তর প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।’
হঠাৎ করে কেন এমন পরিবর্তন আনার চিন্তাভাবনা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, ‘জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বিসিসিআইয়ের ভেতরে অনেক সমীকরণই বদলে গেছে। অনেকেরই ধারণা, আইসিসি চেয়ারম্যান হিসেবে শ্রীনিবাসন তেমন কাজ করছেন না। অন্যদিকে ভারতের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়ে মিস্টার মনোহর বুঝিয়ে দিয়েছেন যে তিনি ক্রিকেটের প্রসারে কতটা উন্মুখ।’
বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তার ধারণা, শ্রীনিবাসনকে সরিয়ে মনোহরের আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এখন শুধুই সময়ের ব্যাপার। আর তা হলে ২০১৬ সালের শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন ভারতের ক্রিকেটাঙ্গনে খাঁটি ভদ্রলোক হিসেবে পরিচিত মনোহর।