এবার আইসিসি থেকেও শ্রীনিবাসনের বিদায়
ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের সভাপতির পদ আগেই হারিয়েছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। এবার আইসিসির চেয়ারম্যানের পদ থেকেও বরখাস্ত হলেন ভারতের এই বিতর্কিত ক্রিকেট প্রশাসক। সোমবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীনিবাসনের জায়গায় আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি শশাঙ্ক মনোহর।
ভারতীয় ক্রিকেটে শ্রীনিবাসন যুগের অবসান আগেই হয়েছিল। এবার বিশ্ব ক্রিকেটেও শেষ হলো ‘শ্রীনি’র আধিপত্য। শ্রীনিবাসনকে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সেটাই ছিল বিসিসিআইয়ের সভার অন্যতম এজেন্ডা। আগামী জুনে আইসিসির বার্ষিক সভার আগ পর্যন্ত সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব থাকবে মনোহরের কাঁধে।
২০১৪ সালে আইসিসির বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি তৈরি করা হয়েছিল চেয়ারম্যানের পদ। প্রথম দফায় দায়িত্ব নিয়েছিলেন বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি শ্রীনিবাসন। কিন্তু তাঁর জামাতা গুরুনাথন মায়াপ্পন আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ভীষণ চাপে পড়ে যান ‘শ্রীনি’। শেষ পর্যন্ত বাধ্য হন বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে।
সোমবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় নৈতিকতা বিষয়ক কর্মকর্তা নিয়োগের প্রস্তাবনাও রাখা হয়েছে। আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির পর বিসিসিআইয়ের পরিচালনায় বেশ কিছু সংস্কার আনার প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে নিয়োগ দেওয়া বিচারপতি লোধার নেতৃত্বাধীন কমিটি। তারই অংশ হিসেবে এই নৈতিকতা বিষয়ক কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রশাসকদের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অসদাচরণ বা বিধিভঙ্গ নিয়ে কাজ করবেন এই কর্মকর্তা।
বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ক্রিকেট বোর্ডের পরিচালনা পদ্ধতিতে আরেকটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আগে নির্বাচন কমিটি কোনো দল ঘোষণা করার পর তা অনুমোদন দিতেন শুধু বিসিসিআই সভাপতি। এখন থেকে সভাপতির সঙ্গে অন্য কর্মকর্তাদের অনুমোদনের প্রস্তাবনাও রাখা হয়েছে বার্ষিক সাধারণ সভায়।