তামিমের নবযাত্রায় আজ লঙ্কানদের মুখোমুখি টাইগাররা
বিশ্বকাপের পর প্রথম মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচটি।
দ্বাদশ বিশ্বকাপ শেষে দেশে ফিরে ১২ দিনের ব্যবধানে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ। পাঁচ দিন আগে শ্রীলঙ্কা পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেটে জয়ের পাশাপাশি নিয়মিত অনুশীলন করে প্রস্তুতি পর্বটা ভালোভাবে সেরেছে বাংলাদেশ দল। দলে নেই পঞ্চপাণ্ডবের অন্যতম দুজন— সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। তাই দলের নেতৃত্বভার পড়েছে তামিম ইকবালের ওপর।
তামিম জানিয়েছেন সিরিজ নয়, আপাতত প্রথম ওয়ানডে জেতার লক্ষ্য তাঁর। এই সফরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও তাইজুল ইসলাম। অন্যদিকে আজকের ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। বিদায়ী ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে মালিঙ্গাকে জয় উপহার দিতে চাইছেন সতীর্থরা।
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে টাইগারদের নেতৃত্ব দেবেন ওপেনার তামিম ইকবাল।
মাশরাফি ছাড়া এ সিরিজে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোহাম্মাদ সাঈফউদ্দিন এবং ব্যাটসম্যান লিটন দাস।
এদিকে ওয়ানডে ম্যাচের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিম ইকবালের। এর আগে টেস্ট দলের অধিনায়কত্ব করলেও একদিনের ম্যাচে এবারই প্রথম দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এ বামহাতি ব্যাটসম্যান।
ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি, জিটিভি ও মাছরাঙা টেলিভিশন। একই মাঠে আগামী ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম ওয়ানডে ম্যাচে সম্ভাব্য টাইগার একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মাদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন