মেসিকে ছাড়াই এল ক্লাসিকো?
ইউরোপীয় ফুটবলের অন্যতম আকর্ষণ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। ফুটবল বিশ্বে যা পরিচিত এল ক্লাসিকো নামে। লা লিগার শিরোপা লড়াইয়ে দুটো এল ক্লাসিকোরই বিশাল ভূমিকা থাকে। ফুটবলপ্রেমীরাও উন্মুখ হয়ে থাকেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রোমাঞ্চকর লড়াই দেখার জন্য। কিন্তু চোটের কারণে এ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মেসি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে ঘোর সংশয়। আর মেসি না খেললে রিয়াল-বার্সা আকর্ষণীয় লড়াই যে অনেকখানি ম্লান হয়ে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পাওয়া মেসিকে সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। আগামী ১২ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে পারবেন না চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
সংশয় দেখা দিয়েছে এল ক্লাসিকো নিয়েও। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার ম্যাচটি হবে ২১ নভেম্বর। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এই ম্যাচের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন মেসি। কিন্তু স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে অন্য কথা। এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, দৌড়ানোর সময় এখনো ব্যথা অনুভব করছেন মেসি। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না বার্সেলোনার বহু সাফল্যের নায়ক।
সুস্থ হয়ে ওঠার জন্য মেসি বার্সেলোনার চেয়ে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসকদের ওপরই বেশি নির্ভর করছেন। আর্জেন্টিনার দুজন চিকিৎসকের নিবিড় পরিচর্যার মধ্যে আছেন তিনি।