জাতীয় ক্রিকেট লিগে খুলনা চ্যাম্পিয়ন
সর্বোশেষ শিরোপা জিতেছিল তারা ২০১২-২০১৩ মৌসুমে। জাতীয় ক্রিকেট লিগে দুই মৌসুম পর আবার চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। রংপুর বিভাগের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ড্র করে চতুর্থবারের মতো এই আসরের শিরোপা ঘরে তোলে তারা।
এর আগে ২০০২-২০০৩ মৌসুমে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা। তাদের দ্বিতীয় শিরোপা ২০০৭-২০০৮ মৌসুমে। পরে অবশ্য টানা চার আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী।
মঙ্গলবার ষষ্ঠ রাউন্ডে খুলনা ও রংপুরের ম্যাচটি ড্র হওয়ায় খুলনার ঝুলিতে জমা পড়ে ৫৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ঢাকা মেট্রো ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর ঢাকা বিভাগ এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় এবং রংপুর ৩৮ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে আছে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা-রংপুর ম্যাচটির প্রথম দিনটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর দ্বিতীয় দিনে মাত্র সাত ওভার খেলা মাঠে গড়ায়। সোমবার তৃতীয় দিনে তানভীর হায়দারের (১০৫) শতকে রংপুর প্রথম ইনিংসে ৩৪৪ রান করে। জবাবে ইমরুল কায়েসের (১০৭) শতকে খুলনা মঙ্গলবার শেষ দিনে সাত উইকেট হারিয়ে ২৮৬ রান করে ইনিংস ঘোষণা করলে দুই দলই ম্যাচের ড্র মেনে নেয়।