‘কাউকে খুব তাড়াতাড়ি হিরো বা ভিলেন বানাইয়েন না’
জাকের আলি অনিক—আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় সুযোগ পেয়েই যিনি দিয়েছেন আস্থার প্রতিদান। ২৭ বলে খেলেন ৩৭ রানের কার্যকরী ইনিংস। উইকেটরক্ষক এই ব্যাটারের পারফরম্যান্স নিয়ে কথা বললেন জাতীয় দলের সদ্য নিয়োগপ্রাপ্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে, ২-১ ম্যাচ দেখে কাউকে হিরো কিংবা ভিলেন না বানানোর অনুরোধ করেছেন তিনি।
আজ রোববার (১০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন,‘ আপনাদের কাছে একটা অনুরোধ করব কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানাইয়েন না আবার কাউকে খুব তাড়াতাড়ি ভিলেও বানাইয়েন না। যখন একটা ছেলে দলে আসে অনেক প্রসেসের মধ্যেই আসে, সে পারফর্ম করেই আসে। যারা নতুন প্লেয়ার আসে তাদের একটু সময় দেন, আমার মনে হয় তখন তাদের সুবিধা হবে। কারণ অনেকসময় অনেকে মিডিয়া প্রেশার হ্যান্ডেল করতে পারেনা।
জাতীয় দলের দায়িত্বে ফেরা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমি দীর্ঘ ২৫ বছর ধরে কোচিং করাচ্ছি। আমার কাছে কঠিন মনে হয়নি। এই জায়গাটা অন্যান্য পেশার চেয়ে সহজ জায়গা। এখানে রাস্তা একেবারেই ফাঁকা, খুব মেধাবী ছেলেরা এখনও আসেনি। আমার মনে হয় এই জায়গাটা অনেক সহজ। কেউ যদি নিজেকে ভালভাবে গড়ে তুলতে চায়, এখানে অনেক সুযোগ আছে।’
উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলে ফিল্ডিং ও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ১৪ বছর পর তিনি আবার জাতীয় দলের কোচিং প্যানেলে ফিরলেন। বিপিএলের অন্যতম সফল কোচ জাতীয় দলে কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়।