নবীন বসুন্ধরার শিরোপা উৎসব

দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবীন দল বসুন্ধরা কিংস। অপেক্ষা ছিল শিরোপা ঘরে তোলার। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল শনিবার শিরোপা ঘরে তুলল বসুন্ধরা।
অবশ্য শিরোপা উৎসবের দিনটি জয়ে রাঙাতে পারেনি বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শনিবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ড্র করে লিগ শেষ করেছে চ্যাম্পিয়নরা। এ নিয়ে তৃতীয়বারের মতো ড্র করল বসুন্ধরা। এর আগে বিজেএমসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করেছিল তারা।
এদিন ম্যাচের ১৭ মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মার্কোস। কিন্তু লিড ধরে রাখতে পারেনি কিংসা। পেনাল্টি থেকে ৪৪ মিনিটে সমতা আনেন চট্টগ্রাম আবাহনীর কিরগিজ ডিফেন্ডার ড্যানিয়েল। শেষ পর্যন্ত শিরোপা ঘরে তোলার দিন ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বসুন্ধরাকে।
প্রথম আসরেই বসুন্ধরাকে চ্যাম্পিয়ন করার নায়ক বিশ্বকাপ মাতানো তারকা ড্যানিয়েল কলিনড্রেস। লিগে দলকে নিয়ে দারুণ ছন্দে এগিয়েছেন তিনি। তবে নিজে গোল করার চেয়ে অ্যাসিস্টেই তাঁর মনোযোগ বেশি ছিল। ১১ গোলের সঙ্গে তাঁর অ্যাসিস্ট ১০টি। দুর্দান্ত খেলা কোস্টারিকার কলিনড্রেস দলকে সাফল্য এনে দিতে পেরে বেশ খুশি। বসুন্ধরার সঙ্গে সফল সফর শেষে বললেন, ‘আমি খুব খুশি, নতুন জায়গায় এসে সাফল্য পেয়েছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। কারণ, আমাদের অঞ্চলের চেয়ে এখানকার সবকিছু একদম ভিন্ন। তবে মানুষ খুব ভালোবাসে আমাকে। দলের সবার সহযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’
এবারের লিগের সেরা খেলোয়াড় হন কলিনড্রেস। তবে লিগের সেরা খেলোয়াড় হয়েও দেশি খেলোয়াড়দের অবদানের কথা অস্বীকার করেননি তিনি। তাঁর কথায়, ‘এখানকার খেলোয়াড়রা খুব ভালো। তাঁরা একসঙ্গে ভালো না খেললে আমাদের পক্ষে শিরোপা জেতা কঠিন হতো। আমরা আসলে একটি দল হয়ে খেলেছি, তাই বসুন্ধরা কিংস মৌসুমের সেরা দল হতে পেরেছে।’