মাদ্রিদের হতাশার রাতে মদ্রিচের অর্জন

আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ, তা-ও আবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। ভক্তরা তো বটেই, বিস্ময় ঘিরে ধরেছে পুরো ফুটবল দুনিয়াকে। ১৭ মিনিটের ঝড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে মাদ্রিদ। ৩-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের শঙ্কায় লস ব্লাংকোরা।
এমন ম্যাচেও অবশ্য ব্যক্তিগত এক অর্জনে নাম লিখিয়েছেন লুকা মদ্রিচ। মাদ্রিদের জার্সিতে ৩৯ বছর বয়সী তারকার এটি ১৩৩ তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। পেছনে ফেলেছেন কিংবদন্তি রাউল গঞ্জালেসকে। রাউল খেলেছিলেন ১৩২ ম্যাচ।
করিম বেনজেমার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৩ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন মদ্রিচ। চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ১৫২ ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
মাদ্রিদের মাঝমাঠের প্রাণ এই ক্রোয়েশিয়ান তারকা আর্সেনালের সঙ্গে জ্বলে উঠতে পারেননি। একটি বাজে দিনের সাক্ষী হয়েছেন। কী কাকতাল, এমন দিনেই কি না হলো ব্যক্তিগত অর্জন। যা তার মতো একজনের জন্য তুচ্ছ।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ বুধবার (৯ এপ্রিল) দেওয়া তথ্য অনুসারে, ১৩৩ ম্যাচে মাঠে নামা মদ্রিচ জিতেছেন ৮৪ ম্যাচ। ড্র ২৩টি এবং ২৬ ম্যাচে পেয়েছেন পরাজয়ের তিক্ততা। যাত্রাপথে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন ৬টি।