ব্যাট হাতে প্রস্তুতি ভালোই হলো বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখিয়েছে বিসিবি একাদশ। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হকের পর তিনিও খেলেছেন অর্ধশতকের ইনিংস। মুশফিকের ৮১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২৭৭ রান।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৫ রান জমা করে বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দিয়েছেন ইমরুল ও এনামুল। ২০তম ওভারে জিম্বাবুয়ে পেয়েছে প্রথম সাফল্য। লেগস্পিনার গ্রায়েম ক্রিমার ফিরিয়েছেন ইমরুলকে। ৬৪ বলে ৫৬ রান করে ফিরে গেছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। নিজের পরের ওভারে ৫২ রান করা এনামুলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরমুখী করেছেন ক্রিমার। ২৩ বলে ২৫ রানের ছোট ইনিংস খেলে লিটন দাসও হয়েছেন ক্রিমারের শিকার। ব্যাট হাতে সফল হতে পারেননি সাব্বির রহমান। আউট হয়েছেন মাত্র ৩ রান করে। তবে ভালো নৈপুণ্য দেখিয়েছেন শাহরিয়ার নাফীস। খেলেছেন ৩৮ বলে ৩৮ রানের ইনিংস। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেছিলেন ৯০ রান।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কিন্তু সদ্য ডেঙ্গু জ্বরের ধকল কাটিয়ে মাঠে ফেরা মাশরাফি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বলে জানিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফলে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম। মাশরাফি অবশ্য ব্যাট হাতে এসেছিলেন উইকেটে। কিন্তু ১ রান করে দুর্ভাগ্যবশত রানআউট হয়ে ফিরে যান সাজঘরে।