এ জয়ে আত্মবিশ্বাস বাড়বে : আরভিন
নিজেদের মাঠে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষত নিয়ে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে। ঢাকায় সে ক্ষত ঢাকার চেষ্টা করবে জিম্বাবুয়ে। বিসিবি একাদশের বিরুদ্ধে ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে এরই ইঙ্গিত দিয়েছে ক্রেইগ আরভিনের দল। আরভিনের করা ৯৫ রানের ইনিংসের ওপর ভর করেই মাশরাফির দলের বিরুদ্ধে সাত উইকেটে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।
ফতুল্লার জয়কে শুভ সূচনা বলেছেন জিম্বাবুয়ের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। আরভিন ৯৯ বলে ৯৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন। আরভিন মনে করছেন, এ জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।
ম্যাচে শেষে সংবাদমাধ্যমকে আর্ভিন বলেন, 'আমি বলব এটি আমাদের শুভ সূচনা। দলের প্র্যাকটিসটাও ভালো হয়েছে। এই জয়ের ফলে খেলোয়াড়দের আত্মবিশ্বাসটাও অনেকখানি বাড়বে বলে আমার বিশ্বাস। কারণ ঘরের মাঠে আমরা আফগানিস্তানের মতো দলের কাছে হেরে এসেছি। এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই।'
তবে জয়টাকে সহজ বলতে নারাজ আরভিন, 'ব্যবধান দেখে মনে হবে, বড় জয়। কিন্তু তা মোটেও সহজ ছিল না। আমাদের বেশ ঘামঝরাতে হয়েছে। কারণ প্রতিপক্ষ বেশ শক্তিশালী দল।'
তবে দলের ব্যাটিং প্র্যাকটিসটা ভালোই হয়েছে বলে মনে করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান, 'এই ম্যাচে আমাদের প্রত্যেক ব্যাটসম্যানই রান পেয়েছেন। তাই আমি বলব দলের ব্যাটিং প্রস্তুতিটা ভালোই হয়েছে। যা এই সিরিজে আমাদের বেশ কাজে আসবে।'