পগবার পেনাল্টি মিসের খেসারত দিল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়ে বসল ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল অতিথিদের সামনে। কিন্তু পেনাল্টি পাওয়ার সুযোগটি কাজে লাগাতে পারেননি পল পগবা। ফরাসি তারকার গোল মিসের খেসারত শেষ পর্যন্ত ম্যানইউকে দিতে হলো। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়ল ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাবটি।
গতকাল সোমবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড-উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি মার্শাল। আর স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোলটি করেন রুবেন নেভাস। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ম্যানইউ।
মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। মার্কাস রাশফোর্ডের বাড়ানো বল ঠিকানায় পাঠান মার্শাল। সব প্রতিযোগিতা মিলে এটি ছিল তাঁর ৫০তম গোল।
বিরতির পর ঘুরে দাঁড়ায় উলভারহ্যাম্পটন। ৫৫তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস। এরপরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানইউর। ৬৭তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আসে পগবার সামনে। কিন্তু ফরাসি এই মিডফিল্ডারের শট মিস হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।
লিগে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিভারপুল। সমান ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। তিনে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪।