মুশফিকের শতকে বাংলাদেশের ভালো সংগ্রহ
দারুণ দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। কিন্তু শেষপর্যায়ে এই দুজনই রানআউট হয়ে যাওয়ায় সংগ্রহটা খুব বেশি বড় হলো না বাংলাদেশের। মুশফিকের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি ও সাব্বিরের ক্যারিয়ারসেরা ইনিংসে ভর করে শেষপর্যন্ত স্বাগতিকরা জমা করেছে ২৭৩ রান।
urgentPhoto
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ১২৩ রানে চার উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মুশফিক ও সাব্বির। পঞ্চম উইকেটে তাঁরা গড়েছেন ১১৯ রানের জুটি। ৪৭তম ওভারে রানআউট হয়ে যাওয়ার আগে ৫৮ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেছেন সাব্বির। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা এই ইনিংস খেলার পথে মেরেছেন চারটি চার ও দুটি ছয়। ৪৮তম ওভারে মুশফিকও পড়েছেন রানআউটের ফাঁদে। তার আগে পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক। ১০৯ বলে ১০৭ রানের দারুণ ইনিংস খেলার পথে মেরেছেন নয়টি চার ও একটি ছয়। সাব্বির ও মুশফিক; দুজনকেই সরাসরি থ্রোতে রানআউট করেছেন গ্রেম ক্রেমার। ইনিংসের শেষভাগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও আরাফাত সানির ১৪ রানের দুটি ইনিংস অবশ্য মুশফিক-সাব্বিরের ঘাটতি কিছুটা হলেও পূরণ করতে পেরেছে।
এর আগে শুরুটা খুব বেশি ভালো হয়নি বাংলাদেশের। ৩০ রান সংগ্রহ করতেই দুই উইকেট হারিয়ে পড়ে গিয়েছিল অস্বস্তিতে। সৌম্য সরকারের ইনজুরির কারণে উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে লুক জংউইয়ের শিকার হয়ে ফিরে গেছেন রানের খাতা না খুলেই। নবম ওভারে মাহমুদউল্লাহও (৯) বোল্ড হয়েছেন তিনাশে পানিয়াঙ্গারার দারুণ এক ডেলিভারিতে।
তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে অবশ্য প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছিলেন তামিম ও মুশফিক। কিন্তু দলীয় ১০০ রানে সিকান্দার রাজাকে ছক্কা মারতে গিয়ে জংউইয়ের হাতে ধরা পড়েছেন তামিম। বাংলাদেশের অভিজ্ঞ ওপেনারের ৬৮ বলে ৪০ রানের ইনিংসে চার তিনটি আর ছক্কা দুটি। সাকিবও আউট হয়েছেন দায়িত্বহীনভাবে। সিকান্দারকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়া বিশ্বসেরা অলরাউন্ডারের অবদান ১৬ রান।
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ঘরের মাটিতে মাশরাফি বাহিনী নিশ্চিতভাবেই ফেভারিট। তবে প্রস্তুতি ম্যাচে হারের অভিজ্ঞতা বুঝিয়ে দিয়েছে যে, প্রতিপক্ষকে হালকাভাবে নিলে হতাশা সঙ্গী হতে পারে।
ডেঙ্গু জ্বরের ধকল কাটিয়ে আবার মাঠে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমেছেন পেসার আল আমিন হোসেন।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), রিচমন্ড মুতুম্বামি, ক্রেইগ আর্ভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জংউই, গ্রেম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি, চামু চিভাভা, ম্যালকম ওয়ালার।