সাকিবের ঘূর্ণিতে বিশাল জয়
ব্যাট হাতে সাফল্য পাননি সাকিব আল হাসান। করেছেন মাত্র ১৬ রান। সেই ব্যর্থতা যেন বল হাতে পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন এ সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তাঁর বাঁহাতি ঘূর্ণিতে দিশেহারা হয়ে গেছে জিম্বাবুয়ে। ১০ ওভার বল করে সাকিব নিয়েছেন পাঁচটি উইকেট। সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে ১৪৫ রানের বিশাল জয়। ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন সাকিব।
ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে আঘাত পাওয়ায় ব্যাট হাতে মাঠে নামতে পারেননি জিম্বাবুয়ের উইকেটরক্ষক রিচমন্ড মুতুম্বামি। ফলে জিম্বাবুয়ের নবম উইকেট পতনের পরই জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশ।urgentPhoto
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরস্থিরভাবে শুরু করেছিল জিম্বাবুয়ে। দ্রুতগতিতে রান সংগ্রহের চেয়ে যেন উইকেট টিকিয়ে রাখার দিকেই বেশি মনোযোগ ছিল সফরকারীদের। কিন্তু সাকিবের দারুণ বোলিংয়ের মুখে সেই প্রতিরোধ খুব বেশিক্ষণ টেকেনি জিম্বাবুয়ের। ইনিংসের দশম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব। আউট করেছেন চামু চিভাভাকে। ২৩ বলে ৯ রান করে মিড অফে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন চিভাভা। ১৪তম ওভারে সাকিবের শিকার হয়েছেন ক্রেইগ আর্ভিন। ১৩ বলে দুই রান করে ক্যাচ দিয়েছেন মিড অফে দাঁড়ানো নাসিরের হাতে। ১৮তম ওভারে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেছেন শন উইলিয়ামস (৮)। দ্বিতীয় স্পেলে বল করতে এসে সাকিব আউট করেছেন ১৫ রান করা গ্রেম ক্রেমারকে। নিজের শেষ ওভারে সাজঘরমুখী করেছেন তিনাশে পানিয়াঙ্গারাকে (৫)।
ডেঙ্গু জ্বরের ধকল কাটিয়ে দারুণভাবে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। টানা দুই ওভারে নিয়েছেন দুটি উইকেট। সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালারকে আউট করে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন এই ডানহাতি পেসার। প্রায় এক বছর পর ওয়ানডে উইকেট শিকারের স্বাদ পেয়েছেন আল আমিন হোসেন। দারুণ এক ডেলিভারিতে আউট করেছেন ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা লুক জংউইকে। ৩৯ রান করে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান অধিনায়ক এল্টন চিগুম্বুরা হয়েছেন নাসির হোসেনের শিকার। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস এসেছে চিগুম্বুরার ব্যাট থেকে।
বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের মাত্র তিনজন ব্যাটসম্যান ছুঁতে পেরেছেন দুই অঙ্কের কোটা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ১০৭, সাব্বির রহমানের ৫৭ ও তামিম ইকবালের ৪০ রানে ভর করে স্কোরবোর্ডে ২৭৩ রান জমা করেছিল বাংলাদেশ।