‘দলের জয়ই সবচেয়ে বড়’
মুশফিকুর রহিমের প্রথম ওয়ানডে শতক এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০১১ সালে হারারে স্পোর্টস ক্লাব মাঠের সেই শতক অবশ্য বিফলে গিয়েছিল বাংলাদেশ হেরে যাওয়ায়। চতুর্থ শতকও পেলেন সেই জিম্বাবুয়ের বিপক্ষে। এবার তাঁর দল সহজেই জিতেছে। বাংলাদেশের পক্ষে এ বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান সংগ্রাহকও তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে মুশফিকের কাছে দলের জয়ই বেশি মূল্যবান।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিক বলেন, ‘ব্যক্তিগত অর্জন সবসময়ই ভালো লাগে। তবে দল জিততে না পারলে তা খুব বেশি আনন্দ দেয় না। যেমনটা হয়েছিল আমরা প্রথম শতকের দিনে। জীবনের প্রথম শতক পেয়েছিলাম যেদিন, সেদিন বাংলাদেশ হেরেছিল। অমি অবশ্য তা ভুলেই গিয়েছিলাম। এখন ভালো লাগছে দলের জয়ের দিনে শতক পেয়েছি বলে।’
শুধু শতকই করেননি, ৭১৮ রান করে ওয়ানডেতে এবছর বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যানও তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়কের মন্তব্য, ‘আমার সবসময় চেষ্টা থাকে নিজের সেরাটা দেওয়ার। এটা হয়তো তারই ফল। এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।’
মুশফিকের বিশ্বাস, প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছিলেন বলেই প্রথম ওয়ানডেতে সাফল্যের দেখা পেয়েছেন, ‘প্রস্তুতি ম্যাচে বড় একটা ইনিংস খেলতে পেরেছি। তাই আত্মবিশ্বাসও বেড়ে গেছে। শতক করার পথে তা খুব কাজে এসেছে। আজ প্রথম ছয়-সাতটা বল খেলার পরই মনে হয়েছে ভালো করতে পারব।’