হেডিংলিতে ইতিহাস গড়তে পারবে ইংল্যান্ড?

ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে হেডিংলি টেস্ট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের পর আশা করা হচ্ছিল, জয়ে ফিরতে যাচ্ছে ইংলিশরা। কিন্তু ব্যাটিংয়ে নেমে ভক্তদের সে আশায় জল ঢেলে দিল ইংল্যান্ড। অলআউট হয় ৬৭ রানে। উল্টো জয় নাগালে চলে যায় অসিদের।
দ্বিতীয় ইনিংসে অসিদের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে অনেকটা পাহাড় সমান। তবে অ্যাশেজ বলে কথা! শেষ চমকের আশায় ভষ্মাধারটা ধরে রেখেছে ইংল্যান্ড। দুই ব্যাটসম্যান জো রুট ও জো ডেনলির ব্যাটে এখনো লড়াই বাঁচিয়ে রেখেছে স্বাগতিকরা।
গতকাল শনিবার তৃতীয় দিনে জমে উঠেছে অ্যাশেজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৬ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য তাদের প্রয়োজন আরো ২০৩ রান, অসিদের দরকার ৭ উইকেট। উইকেটে ৭৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক জো রুট। হাফ সেঞ্চুরি করে ডেনলি ফেরার পর রুটকে সঙ্গ দিচ্ছেন বেন স্টোকস।
তৃতীয় টেস্টে জিততে হলে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। কারণ, নিজেদের ইতিহাসে ১৯২৮ সালে ৩৩২ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। আর সেটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে ৩৫৯ রান তাড়া করে জিতে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ইংলিশরা।
পুরো অ্যাশেজে স্মিথ ও ল্যাবুশেন ছাড়া কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে স্বরূপে দেখা যায়নি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়েছে অতিথিদের ব্যাটিং। মহাবিপদে এবারও ত্রাতা হয়ে ওঠেন মার্নাস ল্যাবুশেন। তাঁর ব্যাটে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। লিড না পেলে বড় বিপদ হতে পারত সফরকারীদেরও। প্রথম ইনিংসের লিডসহ তাদের পুঁজি ৩৫৮।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে শুরুতে ধাক্কা দেন হ্যাজেলউড। ব্যাটিংয়ের শুরুতে ১০ রানের মধ্যেই জেসন রয় ও জো রুটকে ফিরিয়ে দেন তিনি। এরপর ২০ রানের মাথায় রোরি বার্নসকে ফেরান প্যাট কামিন্স। ১৫তম ওভারে উইকেট উৎসবে যোগ দেন বেন স্টোকস।
এরপর একই ওভারে জোড়া আঘাত হানেন হ্যাজেলউড। বোলিংয়ে এসে প্রথমে জো ডেনলিকে তুলে নেন। এরপর ফেরান জনি বেয়ারস্টোকে। একে একে আরো তিন ব্যাটসম্যানকেও নিজের ঝুলিতে নেন হ্যাজেলউড। তাঁর সঙ্গে উইকেট উৎসবে ছিলেন কামিন্স।
ইংলিশ ইনিংসে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু জো ডেনলি (১২)। বাকিদের অবস্থা ভয়ানক। দ্রুত আসা-যাওয়ার মিছিলে ২৭.৫ ওভারে অলআউট হয় ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে পাঁচটি উইকেট নেন হ্যাজেলউড। তিনটি নেন প্যাট কামিন্স। আর দুটি উইকেট শিকার করেন প্যাটিনসন।