আফগানিস্তান সিরিজের দল ঘোষণা হবে কাল
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
টেস্ট শেষে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। টেস্টের দ্বিতীয়দিন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে বিসিবি।
আজ প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমরা একটু পর দল নিয়ে বসব। জাতীয় দল ঠিক করব। আগামীকাল মাঠে দল ঘোষণা করব। আপাতত টেস্ট দল দিচ্ছি। টেস্টের দ্বিতীয় দিন আমরা টি-টোয়েন্টি সিরিজের দল দেব।’
আসন্ন সিরিজে বিশ্রাম নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে অভিজ্ঞ কয়েকজনের সঙ্গে উঠতি কয়েকজনকে নজরে রেখেছেন নির্বাচকরা। কয়েকদিন আগে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টের জন্য এখনো পুরো ফিট নন তিনি। তা ছাড়া চট্টগ্রামের উইকেটও একটা বিষয়। সবমিলিয়ে টেস্ট দলে একাধিক চমক থাকতে পারে।
এই প্রসঙ্গে প্রধান নির্বাচকের বক্তব্য, ‘এইচপিতে কয়েকজন খুব ভালো ক্রিকেট খেলেছে। শান্তও বেশ ভালো খেলেছে। ওদের পারফরম্যান্স আমাদের মাথায় আছে। এটা নিয়ে আমরা বসছি। কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে, কেমন টিম চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। কালই ফাইনাল সিদ্ধান্ত জানাব।’
উল্লেখ্য, আসন্ন সিরিজকে কেন্দ্র করে কয়েকদিন ধরে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। আফগানদের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামার আগে ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। মিরপুর শেরে বাংলায় ম্যাচটি হবে আগামী ৩০ ও ৩১ আগস্ট। এরপর একমাত্র টেস্ট ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।