যাঁকে অনুসরণ করেন ইউরোপ-সেরা ফন ডাইক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/30/photo-1567130251.jpg)
গত রাতে ফ্রান্সের মোনাকোতে উয়েফা জানিয়ে দিল ইউরোপের বর্ষসেরা ফুটবলারের নাম। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইক। দীর্ঘ ১৩ বছর পর একজন ডিফেন্ডারের হাতে বর্ষসেরার পুরস্কার দেখল ফুটবলবিশ্ব।
ইউরোপ-সেরা হওয়ার পুরস্কার হাতে নিয়ে ফন ডাইক জানালেন নিজের পরিশ্রমের গল্প। যাঁকে দেখে ফুটবলে বড় হওয়া, তাঁর নামও বললেন। তিনি হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। এই ব্রাজিল তারকার কৌশলগুলো অনুসরণ করেই ইউরোপে গত মৌসুমের রাজা হলেন লিভারপুল ডিফেন্ডার।
ফন ডাইক বলেন, ‘বেড়ে ওঠার সময়ে আমি রোনালদিনহোর খেলা খুব দেখতাম। তাঁর সব কৌশল উপভোগ করতাম। তাঁকে খেলতে দেখাটা ছিল দারুণ অনুভূতির।’
সেইসঙ্গে নিজের ক্লাব সতীর্থদের ধন্যবাদ জানাতেও ভুল করেননি ফন ডাইক, ‘আমি সরাসরি শীর্ষে উঠে যাইনি। আমাকে প্রতিটি পদক্ষেপে পরিশ্রম করতে হয়েছিল। এতে সতীর্থদের ধন্যবাদ দেওয়া দরকার। যেটা অর্জন করেছি, তাঁদের ছাড়া সেটা অর্জন করা হতো না। দীর্ঘ পথচলা এবং এটা আমার পথচলার অংশ। এ পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত।’
এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।
সেরা মিডফিল্ডার হয়েছেন আয়াক্স থেকে বার্সেলোনায় যাওয়া ফ্রেংকি ডি ইয়ং। সেরা ডিফেন্ডার নির্বাচিত হন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। আর গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন লিভারপুলের অ্যালিসন।
চ্যাম্পিয়নস লিগের প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে প্রতিটির জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫ জন সাংবাদিকের ভোটে করা হয় এই তালিকা।